Tuesday, October 3, 2017

চালু হচ্ছে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক

বাংলাদেশে পরীক্ষামূলকভাবে মোবাইল ভার্চুয়াল নেটওয়ার্ক অপারেটর (এমভিএনও) লাইসেন্স দেওয়ার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। সেবাটি পরিচালনায় লাইসেন্স দিতে নীতিমালা তৈরি করছে সংস্থাটি। এরই মধ্যে লাইসেনি্সং নীতিমালা তৈরিতে কমিটি গঠন করা হয়েছে। নিজস্ব নেটওয়ার্ক স্থাপন না করেই টেলিযোগাযোগ সেবা দিতে পারে এমভিএনও লাইসেন্সধারী প্রতিষ্ঠান। এক্ষেত্রে এক বা একাধিক সেলফোন অপারেটরের কাছ থেকে পাইকারি মূল্যে বিভিন্ন সেবা কিনে তা নিজস্ব বিপণন ব্যবস্থার মাধ্যমে গ্রাহকদের কাছে বিক্রি করে এমভিএনও। লাইসেনে্সর ধরন অনুযায়ী ভয়েস ও ডাটাভিত্তিক সব ধরনের সেবাদানের সুযোগ পেয়ে থাকে তারা। বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে সেবা নেওয়ার কারণে এমভিএনওর মাধ্যমে গ্রাহকও প্রয়োজন অনুযায়ী মানসম্পন্ন সেবা পেতে পারেন। জানা গেছে, চলতি বছরের ফেব্রুয়ারিতে দেশে পরীক্ষামূলকভাবে এমভিএনও লাইসেন্স দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নেয় বিটিআরসি। এর পরিপ্রেক্ষিতে লাইসেনি্সং নীতিমালা তৈরির জন্য গত মাসের মাঝামাঝি ১০ সদস্যের একটি কমিটি গঠন করা হয়। প্রয়োজনীয় তথ্য-উপাত্ত সংগ্রহ ও বিশে­ষণ করে নীতিমালার খসড়া তৈরি করবে কমিটি। বিটিআরসির ভাইস চেয়ারম্যানকে আহ্বায়ক করে গঠিত এ কমিটিকে ৩০ কার্যদিবসের মধ্যে নীতিমালার খসড়া জমা দিতে বলা হয়েছে। এ প্রসঙ্গে বিটিআরসির ঊর্ধ্বতন এক কর্মকর্তা বলেন, দেশে পরীক্ষামূলকভাবে এমভিএনও সেবা চালুর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এজন্য নীতিমালা তৈরি হচ্ছে। এটি চূড়ান্ত হলে পরীক্ষামূলকভাবে সেবাদানের অনুমতি দেওয়া হবে। টেলিযোগাযোগ সেবার মানোন্নয়নে এমভিএনও ভূমিকা রাখতে পারে। সেবা ও ব্যবস্থাপনার ভিত্তিতে বিশ্বে চার ধরনের এমভিএনও কার্যক্রম চালু রয়েছে। এগুলো হল-ব্র্যান্ডেড রিসেলার বা স্কিনি এমভিএনও, সার্ভিস প্রোভাইডার বা লাইট এমভিএনও, এনহ্যান্সড সার্ভিস প্রোভাইডার বা থিক এমভিএনও এবং সম্পূর্ণ এমভিএনও সেবা। ব্র্যান্ডেড রিসেলারগুলো মূল নেটওয়ার্ক সেবাদাতা প্রতিষ্ঠানের ওপর পুরোপুরি নির্ভরশীল। এ ধরনের এমভিএনও মূল প্রতিষ্ঠানের সেবাই নিজেদের বিপণন ব্যবস্থার মাধ্যমে গ্রাহক পর্যায়ে পৌঁছে দেয়। ব্র্যান্ডেড রিসেলার শুধু নিজস্ব গ্রাহক সেবা, বিপণন ও বিক্রয় কার্যক্রমে বিনিয়োগ করে থাকে। সার্ভিস প্রোভাইডার বা লাইট এমভিএনও নিজস্ব গ্রাহক সেবা, বিপণন ও বিক্রির কার্যক্রমে বিনিয়োগ ছাড়াও নিজেরাই সেবার ট্যারিফ নির্ধারণ করতে পারে।

No comments:

Post a Comment