Monday, October 2, 2017

দেড়মাস পর্যবেক্ষণে থাকতে হবে ডিপজলকে

অনলাইন ডেস্ক : বাংলা চলচ্চিত্রের খল অভিনেতা ও নির্মাতা মনোয়ার হোসেন ডিপজলের হার্টে একটি ব্লক ধরা পরেছে এবং সেখানে রিং পরানো হয়েছে। সোমবার (২৫ সেপ্টেম্বর) বিকেলে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে অস্ত্রোপচারের মাধ্যমে তার হার্টে এই রিং সংযোজন করা হয়। সাংবাদিকদের এসব তথ্য জানান নির্মাতা মনতাজুর রহমান আকবর। তিনি অারও জানান, ডিপজলের বর্তমান অবস্থা অনেকটা ভালো। তবে চিকিৎসকের তত্ত্বাবধানে পর্যবেক্ষণকালীন সময়টা সিঙ্গাপুরেই কাটাতে হবে তাকে। গত মঙ্গলবার হঠাৎ অসুস্থ হয়ে পড়লে ডিপজলকে রাজধানীর ল্যাবএইড হাসপাতালে ভর্তি করা হয়। তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এবং তার ফুসফুসে পানি জমেছিল। এ কারণে চিকিৎসকরা তাকে করোনারি কেয়ার ইউনিটিতে (সিসিইউ) ভর্তি করেন। এরপর উন্নত চিকিৎসার জন্য বুধবার বিকেলে এয়ার অ্যাম্বুলেন্সে করে ডিপজলকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হয়। ডিপজলের সঙ্গে সিঙ্গাপুর গেছেন তার স্ত্রী জবা ও মেয়ে ওলিজা মনোয়ার।

No comments:

Post a Comment