ফের বায়োপিকে অভিনয় করছেন প্রিয়াঙ্কা চোপড়া।
বক্সার মেরি কমের বায়োপিকে অভিনয় করে সবার নজর কাড়ার পর এবার এটি তার
দ্বিতীয় বায়োপিক সিনেমা। এর আগের করা বায়োপিক বলিউডের সেরা বায়োপিকগুলির
মধ্যে প্রথম সারিতে স্থান পায় ‘মেরি কম’। এবার তিনি বিখ্যাত বিউটিসিয়ান
শাহনাজ হুসেন এর বায়োপিকে অভিনয় করবেন। এমনটাই গুঞ্জন উঠেছে সিনে পাড়ায়। আর
যেটি পরিচালনা আগ্রহ দেখিয়েছেন চলচ্চিত্র নির্মাতা পূজা বেদী।
ফার্স্টপোস্টের খবর অনুযায়ী, এই ছবির কাহিনি তৈরি হবে শাহনাজের মেয়ে
নিলোফার করিম ভয়ের লেখা তার মায়ের আত্মজীবনীকে অবলম্বন করে। ‘ফ্লেম: দ্য
ইন্সপায়ারিং লাইফ অব মাই মাদার’ বইটি থেকেই ছবির চিত্রনাট্য তৈরি হবে।
আমিরের ‘রং দে বাসন্তী’ ছবির চিত্রনাট্যকার কমলেশ পাণ্ডে এই নতুন ছবির গল্প
লেখা শুরু করে দিয়েছেন বলে বলিউড সূত্রে জানা যায়।
শাহনাজ হুসেনের চরিত্রের জন্য করিনা কপূর, প্রিয়াঙ্কা চোপড়া, বিদ্যা বালন
এবং ঐশ্বরিয়া রাই বচ্চনকে ভাবা হয়েছিল। তবে হুসেনের ইচ্ছে অনুযায়ী শেষ
পর্যন্ত নাকি প্রিয়ঙ্কা চোপড়াকেই বেছে নেওয়া হয়েছে। যদিও এ বিষয়ে
প্রিয়াঙ্কা এখনো কোনো মন্তব্য করেননি।
No comments:
Post a Comment